সংখ্যালঘু মহিলাদের কল্যাণে একাধিক উদ্যোগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

আগরতলা,১২ ডিসেম্বর : তিন তালাক বাতিল করা সহ সংখ্যালঘু মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত তিনটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শহরে ধন্যবাদ মিছিল করেন সদর আরবান জেলা সংখ্যালঘু মোর্চা। এদিন মিছিলটি হজ ভবন থেকে শুরু হয়ে সদর জেলা শাসক অফিসে গিয়ে শেষ হয়। এদিন সংগঠনের তরফ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, বিধায়িকা মিনারানী সরকার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলো হল, তিন তালাক বাতিল করা, মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ বিল ও বিনামূল্যে সংখ্যালঘু মহিলাদের হজ করা। এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আজ সদর জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।