১০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ১১ ডিসেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে বিএসএফের ১৩৩ নং ব্যাটেলিয়ান। গতকাল শ্রীমন্তপুর এলাকায় ১,৫৫০টি ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে।ওই অভিযানে মোট ১০ লক্ষ ১১ হাজার ২৯০ টাকার নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে বিএসএফের ১৩৩ নং ব্যাটেলিয়ান। ওই অভিযানে শ্রীমন্তপুর এলাকা থেকে ১,৫৫০টি ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন স্থান থেকে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৭,৭৫,০০০ টাকার হবে বলে জানিয়েছে। ওই অভিযানে সর্বমোট ১০ লক্ষ ১১ হাজার ২৯০ টাকার নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *