গাজোল, ১০ ডিসেম্বর (হি. স.) :আজ নয়, মঙ্গলবার রাতে শেষ হবে এবারের রাস উৎসব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজই ছিল গাজোল রাসমেলার সমাপ্তি অনুষ্ঠান। কিন্তু বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির জেরে পণ্ড হয়ে যায় রাসমেলার বিভিন্ন অনুষ্ঠান। তাই সর্বজনীন রাসমেলা কমিটির সিদ্ধান্ত নিয়েছে রবিবারের বদলে মঙ্গলবার রাতে শেষ হবে এবারের রাস উৎসব।
গাজোল সর্বজনীন রাস উৎসব কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় জানান, এবার রাস উৎসব ২৬তম বছরে পা দিল। কিন্তু কোনও বছরই বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠান পণ্ড হয়নি। এবছর বুধ এবং বৃহস্পতিবার পর পর দু’দিন বৃষ্টির জন্য মূল মঞ্চের অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। এবারের অন্যতম শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় তাঁর অনুষ্ঠান করতে পারেননি। গাজোলবাসীরা অনুরোধ করেছিলেন বৃষ্টির জন্য পণ্ড হয়ে যাওয়ায় অনুষ্ঠান যেন আরও একটু বাড়ানো হয়। তাঁদের ইচ্ছে অনুযায়ী আমরা আরও দু’দিন উৎসব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
মঙ্গলবার রাস উৎসবের শেষদিনে অনুষ্ঠান করবে ইন্ডিয়ান আইডলের প্রাঞ্জল বিশ্বাস। রবিবার ট্যাবলো প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হবে মঙ্গলবার। এবার এই প্রথম ৫০টি দল জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃন্দাবনের শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন। সোমবার দুপুর থেকে রাসমেলা প্রাঙ্গণে মহাপ্রভুর ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২০ হাজার মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। তবে বৃষ্টির জন্য মাঝখানে দু’দিন উৎসব পণ্ড হলেও বর্তমানে বেশ জাঁকজমক ভাবেই চলছে রাস উৎসবের নানা ধরনের অনুষ্ঠান এবং মেলা।