নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : আমতলী থানা এলাকায় একই রাতে তিন বাড়িতে চুরির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তিন বাড়িতে ঠুকে চোরেরা গবাদি পশু চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে আমতলী থানার অন্তর্গত রানীখামার ঝরঝরিয়া জেবি স্কুল সংলগ্ন পাড়ার ঝুটন শুক্ল দাস, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সন্তোষ রায়ের বাড়ি থেকে শনিবার গভীর রাতে নিশিকুটুম্বের দল গবাদি পশু চুরির ঘটনা সংঘটিত করে। এলাকার মানুষ যখন শনিবার গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল সেই সুযোগে চোরের দল তিন তিনটি বাড়ি থেকে মোট ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। এই পাড়ার বেশিরভাগ মানুষই গরিব তারা তাদের কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালনে অনেকটাই লাভবান হয়েছেন কিন্তু এভাবে তিন তিনটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। চুরির ঘটনায় পুলিশ ও বিএসএফের ভূমিকা নিয়েও জনগণে নানা প্রশ্ন দেখা দিয়েছে।