কল্যাণী, ৭ ডিসেম্বর (হি.স.): ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল তৃণমূল। একইসঙ্গে উঠল গো ব্যাক স্লোগান। বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়েওঠে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপাল কে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে জটিলতা চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তন হওয়ার কথা। অথচ সেই সমাবর্তনে রাজি নয় তৃণমূল। এর মধ্যেই বৃহস্পতিবার কল্যাণীতে উপস্থিত হন সমাবর্তনে আমন্ত্রিত আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা বিপুল টাকা বকেয়া রয়েছে বাংলার। বারবার আবেদন-নিবেদন, আন্দোলন করা সত্ত্বেও বকেয়া মেলেনি। এর প্রতিবাদেই এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল। তাঁকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলে কটাক্ষ করা হয়।