আগরতলা, ৫ ডিসেম্বর : ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও ২৫ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন দিবসীয় প্রদর্শনী ও প্রতিযোগিতায় চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রজাতির সমাবেশ দর্শক ও পুষ্পপ্রেমীদের এবারেও বিমোহিত করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন। সকল ফুলচাষীকে তাঁদের চন্দ্রমল্লিকার সম্ভার নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গিল্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, সারা পৃথিবী জুড়েই পঁচিশে ডিসেম্বর ‘চন্দ্রমল্লিকা দিবস’ হিসেবে উদযাপিত হয়। এই দিনটিকে উদযাপন করার লক্ষ্যেই প্রতি বছর ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড তিন দিনের এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সকল পুষ্পপ্রেমীদের প্রদর্শনী ও প্রতিযোগিতা উপভোগ করার জন্য গিল্ডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।