‘‘এটা বিজেপির জয় নয়, এটা ভোট কাটাকাটির জয়”, মন্তব্য মমতার

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় বিধানসভা ভোটের ফল কি কোনও প্রভাব ফেলবে বিরোধীদের ‘ইণ্ডিয়া’ জোটে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য ‘পরিবারবাদীদের সঙ্গে একমঞ্চে এলেই দেশের ভরসা জেতা যায় না। অহঙ্কারী জোটের এটা নজরে আসে না’। এরই মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তবে কি টলে গেল আইএনডিআইএ জোটের ভবিষ্যৎ? সোমবার বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলনেত্রী বললেন, ‘ঠিকমতো আসন সমঝোতা হলে ২০২৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসবে না’। তাঁর অভিমত, ‘এটা বিজেপির জয় নয়, এটা ভোট কাটাকাটির জয়। আসন সমঝোতা ঠিকঠাক হলে এরকম ফল হত না’। এই জোটের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে, ভুল থেকে আমরা শিক্ষা নেব’। বিজেপির এই জয়ের জন্য কংগ্রেসকে বিঁধতে ছাড়লেন না তৃণমূল নেত্রী। বললেন, ‘এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়, মানুষের বিজেপির বিরুদ্ধে’।

লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বুধবার সন্ধেয় দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। পটনা, ব্যাঙ্গালোর, মুম্বইয়ে তিন দফায় বৈঠকের পর আগামী সপ্তাহে দিল্লিতে আবার বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি।

চার রাজ্যের ভোটের ফলে গেরুয়া ঝড়ের ছবি সামনে আসতেই ইন্ডিয়া জোটের শরিক দলের নেতানেত্রীদের ফোন করেন মল্লিকার্জুন খাড়গে। বছর ঘুরলেই লোকসভা ভোট। আসন সমঝোতার জন্য হাতে সময় বলতে চার থেকে পাঁচ মাস। চার রাজ্যের ভোটে তিন রাজ্যেই ধাক্কা খাওয়ার পর জোট শরিকদের শরণ নিল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *