Mizoram Assembly Election 2023 : মিজোরামে ম্যাজিক ফিগার পার করল জেডপিএম, অনেক পিছিয়ে এমএনএফ

আগরতলা, ৪ ডিসেম্বর : মিজোরামে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে জেডপিএম। এই মুহুর্তে ওই দল ২৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, এমএনএফ ১০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ২টি এবং কংগ্রেস মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে।