চোপড়া, ৩ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুকদুমী গ্রামে গাছের ডাল কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলদার হুসেন(২২)। ওই যুবক এদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই বেশ কিছুক্ষণ ঝুলে ছিল বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে ইসলামপুর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করেন। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের বেশ কয়েকটি পরিবারের বাড়ির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ গিয়েছে। বিদ্যুৎ দফতরে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিকে চোপড়ার বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, গাছের ডাল কাটা নিয়ে আগাম কেও কিছু জানান নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।