শিমলা, ১ ডিসেম্বর (হি.স.): নতুন করে তুষারপাতে শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশ। শুক্রবার সকালে হিমাচল প্রদেশের কিছু অংশে নতুন করে তুষারপাত হয়েছে। রোহতাং পাসের অটল টানেলেও তুষারপাত হয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টিও হয়েছে, বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে তাপমাত্রা হ্রাস পেয়েছে হিমাচল প্রদেশে।
ভারতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। সেই মতো শুক্রবারই তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে। তুষারপাত হয়েছে কাশ্মীরেও। বৃষ্টি ও তুষারপাতের পর ঠান্ডা যেমন বেড়েছে তেমনই মনোরম হয়ে উঠেছে শিমলা থেকে মানালি-হিমাচল প্রদেশের নানা প্রান্ত।