হাইলাকান্দি (অসম) ২৭ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সোমবার বাহাদুরপুর এবং রতনপুর পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়নের ফলে কিভাবে জনসাধারণ উপকৃত হচ্ছেন তা তুলে ধরা হয়। এই উপলক্ষে বাহাদুরপুর পঞ্চায়েত কার্যালয় এবং রতনপুর বাজারে সভা, প্রদর্শনী, ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ, হিতাধিকারীদের লাভবান হওয়ার কাহিনী নিজ মুখে তুলে ধরা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের প্রদর্শনীতে যোগ্য হিতাধিকারীদের নামও লিপিবদ্ধ করা হয় যাতে করে পরবর্তীতে এই হিতাধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়। যাত্রায় কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে দেশের জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন তা দেখানো হয়। এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে মঙ্গলবার দিন বাঁশডর-বড়হাইলাকান্দি পঞ্চায়েতের মাটিজুরি হাই স্কুলে সকাল সাড়ে নয়টায় এবং সুদর্শনপুর-বন্দুক মারা পঞ্চায়েত কার্যালয়ে বেলা দেড়টায় বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে।