আগরতলা, ২৭ নভেম্বর:
আজ অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস ছয় দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে। শ্রমিকদের সার্বিক সহযোগিতার দাবিতে সরকারের নিকট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিনের ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প পুনরায় চালু করতে হবে। সমস্ত অসংঘটিত শ্রমিকদের করোনাকাল বিশেষ আর্থিক সহায়তা প্রদান করতে হবে। সমস্ত নির্মাণ শ্রমিকদের শ্রম দপ্তরে নিবন্ধিকৃত লেবার কার্ড অবিলম্বে প্রদান করতে হবে। কমন সার্ভিস সেন্টারে (সি.এস.সি) নির্মাণ শ্রমিক নিবন্ধিকরণে ফিস নির্ধারণ করতে হবে। সমস্ত নির্মাণ শ্রমিকদের বৎসরে দুই বার টুলকিট প্রদান করতে হবে। নির্মাণ শ্রমিকদের সুরক্ষার জন্য হেলমেট, বেল্ট, ও জুতো (গামবুট) প্রদান করতে হবে।