ফের চুরি বিশালগড়ে, মহকুমা জুড়ে অসামাজিক কাজ বৃদ্ধির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ নভেম্বর : নেশার সাগরে ভাসছে যুবসমাজ। শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের একাংশ যুবরা নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। অনেক ক্ষেত্রেই নেশার টাকার জোগাড় করতে না পেরে চুরি ছিনতাই সহ নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে নেশাখোররা।

এমনই এক ঘটনা ঘটল বিশালগড়ে। শনিবার রাতে বিশালগড়ে এক ব্যবসায়ীর বাড়িতে হাত সাফ করেছে চোরেরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। চুরি-ছিনতাই,নেশা কারবারের মতো বিভিন্ন অপরাধমূলক কাজের মূল কেন্দ্রবিন্দু এখন যেন বিশালগড় মহকুমা। প্রায় প্রতিদিনই অপরাধমূলক কাজের জন্য সংবাদ শিরোনামে উঠে আসছে বিশালগড়। তবে পুলিশ নির্বিকার। এমনই অভিযোগ তুলছেন থানার পুলিশ বাবুরা।

এধরনের সমস্যার নিরসনে বিশালগড় থানার পুলিশের কোনো সদর্থক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না বলেই সাধারণ মানুষের অভিযোগ। শনিবার মধ্যরাতে ফের একবার দু:সাহসিক চুরিকান্ড সংঘটিত হয়েছে বিশালগড় থানার ঢিলছোঁড়া দূরত্বে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাউৎখলা এলাকার মুদি ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন সহ সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে গেছে নিশিকুটুম্বের দল। বিস্তারিত জানাতে গিয়ে স্বপন সাহা অভিযোগ করেন, এই এলাকায় বর্তমানে নেশার আস্ফালন বৃদ্ধি পেয়েছে। এই নেশার জন্যই বিভিন্ন অপরাধমূলক কাজও সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। সকাল থেকে রাত পর্যন্ত নেশার কারবার চলে এলাকায়। কিন্তু নেই পুলিশি টহল। এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *