ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৩ তম যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলভ্য পরিশর, আগরতলা, লেম্বুছড়ার উদ্যোগে এই উৎসব সাফল্যমন্ডিতভাবে আজ, শুক্রবার শেষ হয়েছে। তিন দিন ব্যাপি এবারকার ১৩ তম যুব উৎসবে সাতটি ডিসিপ্লিন যেমন অ্যাথেলেটিক্স, কাবাডি, দাবা, যোগাসন, খো-খো, ভলিবল, কুস্তি, ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইকফাই ভলিবল কোর্টে অনুষ্ঠিত ভলিবল ফাইনালে মণিপুর সংস্কৃত কলেজের রাধামাদব ২-০ সেটে পুরী সংস্কৃত কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিজিত পুরি সংস্কৃত কলেজ পেয়েছে রানার্স খেতাব। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন সমস্ত রাজ্যস্তরের প্রথম সারির রেফারিদের দ্বারা সফলভাবে ম্যাচ পরিচালনায় টুর্নামেন্ট দারুন ভাবে শেষ হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-11-24