ত্রিপুরা-৯৫
বিদর্ভ-১২৮/৪
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। প্রথম দিনই পরাজয়ের কবর খুড়ে নিলো ত্রিপুরা। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায়। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২২ গজে কার্যত লুটিয়ে পড়লেন ত্রিপুরার ক্রিকেটাররা। মাত্র ৯৫ রানে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে স্বাগতিক বিদর্ভ। প্রথম ম্যাচে চন্ডগড়ের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর আশাকরা হয়েছিলো বিদর্ভের বিরুদ্ধে কিছুটা হলেও জ্বলে উঠবেন ত্রিপুরার ব্যাটসম্যান-রা। কিন্তু কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। ব্যাটিং সহায়ক উইকেটে শুক্রবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই বিদর্ভের বোলারদের দাপটে ক্রমাগত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। প্রীতম দাস ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যানকে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখা যায়নি। দীপঙ্কর ভাটনাগরের পরিবর্তে অভিষেক হওয়া ধৃতিমান নন্দী চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। প্রথম বলেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেন ওই ব্যাটসম্যানটি। ত্রিপুরা ৪৯.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে পরীতম দাস ৯০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮, অর্কজিৎ রায় ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দ্বীপজয় দেব ৫৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। বিদর্ভের পক্ষে প্রথম মহাশ্বেরী ৩৭ রান দিয়ে ৪ টি, পার্থ খোড়ে ২০ রান দিয়ে এবং অর্জন ইংলে ২৮ রান দিয়ে ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিদর্ভ যখন খাদের কিনারায় তখন ব্যাট হাতে রুখে দাড়ান তুষার সূর্যবংশী এবং জোবেরুদ্দিন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে বিদর্ভকে লিড এনে দেন। ওই জুটি ১৩২ বল খেলে ৮৬ রান যোগ করে দলকে লিড এনে দেন। জুবেরোদ্দিন ৬৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে বিদর্ভ ৩৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে। তুষার ৯৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অভিক পাল ৪৯ রান দিয়ে ২ টি এবং রাকেশ রুদ্রপাল ১২ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। ম্যাচে ফিরতে হলে শনিবার সকালে ত্রিপুরার বোলারদের জ্বলে উঠতে হবে। এবং দ্রুত বিদর্ভের ইনিংস শেষ করতে হবে।