পাঁচ দেশের সফরে আমেরিকায় মোদী, বৈঠক করলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে

ওয়াশিংটন, ৭ (হি.স.) : পাঁচ দেশের সফরের চতুর্থ পর্যায়ে এখন আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ওয়াশিংটনে তিনি উচ্চপদস্থ মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটবার্তায় এখবর জানিয়েছেন।তিনি বলেন, হিস্ট্রি অ্যান্ড কালচারের পরে এবার কারেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার। বিভিন্ন প্রেক্ষিত ও বিষয় নিয়ে নীতিনির্ধারণকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এর আগে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও একটি অনুষ্ঠানে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ দেশের সফরে গতকালই সুইজ়ারল্যান্ড হয়ে ওয়াশিংটন পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে আরলিংটন মেমোরিয়ালে শহিদ মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। ইন্দো-মার্কিন মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশেও সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী।