রাজ্যে প্রবেশের পথে ১ কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবা‌ড়ি‌, ১৯ নভেম্বর : ফের বিপুল প‌রিমান নেশা জা‌তীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল ধরা পড়ল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে। জানা গে‌ছে,‌ গোপন খব‌রের ভি‌ত্তি‌তে আজ র‌বিবার কাক‌ভো‌রে চুরাইবা‌ড়ি ওয়াচ‌পোষ্ট পু‌লি‌শের অ‌ভিযা‌নে এ সাফল‌্য আ‌সে।

 এ‌দিন গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাবার প‌থে আর‌জে০৪জিবি৩৬১৫ নম্ব‌রের এক‌টি চৌদ্দ চাকার আলু বোঝাই ল‌রি চুরাইবা‌ড়ি গেই‌টে আস‌লে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে তল্লা‌শি চালান গেইট ইনচার্জ প্রণব মি‌লি।  এ‌তে সা‌রি সা‌রি আলুর বস্তার নি‌চে বি‌শেষ চেম্বা‌র থে‌কে বি‌ভিন্ন কার্টু‌নে বা‌রো হাজার পাঁচ`শ বোতল ‌ফে‌ন্সি‌ডিল উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক এক কো‌টি টাকার মত হ‌বে। এ‌তে আটক করা হয়েছে ল‌রি চালক‌কে। তার নাম চেনা রাম।বা‌ড়ি রাজস্থা‌নে। ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।

প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে এসব নেশা সামগ্রী ত্রিপুরায় পৌ‌ছে প‌রে হাত বদল ক‌রে বাংলা‌দে‌শে পাচার হয়।‌ সে‌দে‌শের বড় বড় শহ‌রে বি‌শেষ ক‌রে গন্ধ‌বিহীন মাদ‌কের দাম আঁকাশ‌ছোঁয়া। ভার‌তের বাজা‌রে নেশা জাতীয় কফ সিরা‌ফের দাম তিন থে‌কে চার`শ টাকার ম‌ধ্যে হ‌লেও বাংলা‌দে‌শে প্রতি বোতল  নেশা জাতীয় কফ সিরা‌ফের দাম নেওয়া হয় প্রায় এক হাজার টাকা ক‌রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *