সুদীপ বর্মনরা ইন্দিরা ভবনকে বানাতে চলেছেন তৃণমূল ভবন

SUDIP Trinamoolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে উজ্জ্বয়ন্ত মাকের্টের দক্ষিণাংশে ইন্দিরাভবনের জায়গায় টাস্ক ফোর্স লেলিয়ে দিয়ে জায়গা দখল নেবার আশঙ্কার রাত জেগে পাহাড়া দিলেন বিধায়ক সুদীপ পন্থীরা৷
রাজধানীর উজ্জ্বয়ন্ত মার্কেট সংলগ্ণ এলাকায় ইন্দিরা ভবনটি ভেঙ্গে দেবার জন্য রাতে টাস্ক ফোর্স বাহিনী লেলিয়ে দেওয়া হবে বলে আগাম আশঙ্কায় জায়গায় দখল অক্ষুন্ন রাখতে রাত জেগে পাহাড়া দিলেন বিধায়ক সুদীপ বর্মন, বিধায়ক আশিষ সাহারা৷ বেশ কিছু কর্মী সমর্থককে দিয়ে ইন্দিরা ভবন চত্বরের রাত কাটান তারা৷ অবশ্য পুরনিগমের টাস্ক ফোর্স বাহিনী সেখানে কোন ধরনের অভিযানই চালায়নি৷ রাত কাটিয়ে শনিবার সকালে সুদীপ রায় বর্মন তার অনুগামীদের উদ্দেশ্যে বলেন, জায়গাটিতে ইন্দিরা ভবন তৈরী করা হয়েছিল৷ ইন্দিরা ভবনই থাকবে৷ তবে নাম হবে তৃণমূল ভবন৷
উজ্জ্বয়ন্ত মাকের্ট সংলগ্ণ এলাকার জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বির্তক চলেছে৷ সরকার পক্ষ এখানে ইতিপূর্বে নির্মাণ করতে দেয়নি৷ এযাত্রায় প্রশাসন কি ভূমিকা নেয়, সেটাই এখন দেখার বিষয়৷