নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর : রাজ্যের নতুন করে ২০টি বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ককবরক ভাষাকে একটি বিষয় হিসেবে চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়।
এরমধ্যে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই ও গোমতী জেলায় ৩টি করে বিদ্যালয় এবং দক্ষিণ ত্রিপুরা, ঊনকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলায় ২টি করে বিদ্যালয় রয়েছে। শিক্ষা দপ্তরের উদ্যোগে এই নতুন ২০টি বিদ্যালয়ে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ককবরক ভাষা একটি বিষয় হিসেবে পড়ানো হবে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।
2023-11-14