কাঞ্চনপুর মহকুমা  জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্যামামায়ের পুজোর সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৪ নভেম্বর : কাঞ্চনপুর মহকুমা  জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্যামামায়ের পুজোর সমাপ্তি হয়েছে। এবছর মহকুমায় পারিবারিক পুজোর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সমাজিক সংস্থার উদ্যোগে বড় বাজেটের কালী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর আয়োজক প্রতিটি ক্লাবের পক্ষ থেকেই  পুজোর পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের আয়োজন করা হয়েছে।

 কাঞ্চনপুর মহকুমায় এবছরের বড় বাজেটের পুজোর আয়োজন করেছে মহকুমার পুরাতন ক্লাব গুলির মধ্যে মিলন সংঘ, নেতাজী ক্রিড়া সংঘ, রবীন্দ্রনগর সার্বজনীন কালী পূজা কমিটি। কাঞ্চনপুর মহকুমার গুরুত্বপূর্ণ দশদা এলাকায় এবছরের বড় বাজেটের কালী পুজোর আয়োজন করে এলাকার বনেদি ক্লাব হিসেবে পরিচিত প্রগতি সংঘ।
 মহকুমা পুলিশ আধিকারিক অমল চক্রবর্তী প্রগতি সংঘের পুজোর অস্থায়ী মন্দির উদ্ভোধন করেন।শ্রী চক্রবত্তী প্রগতি সংঘের পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে সার্বজনীন কালী পুজোর প্রচলন নিয়ে নানা অজানা তথ্য তুলে ধরেন।

এছাড়া তিনি মহকুমার শান্তি বজায় রেখে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করার আহ্বান জানান। প্রগতি সংঘের পক্ষ থেকে কালি পুজো উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও নানা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দশদা এলাকায় বড় বাজেটের কালি পুজোর আয়োজন করেছে ভগত সিং ক্লাব।মাতাবাড়ীর কালি মন্দিরের অনুকরনে পুজোর প্যান্ডেল তৈরি করেছে ভগত্ সিং ক্লাব। সবকিছু মিলিয়ে এবছরে কাঞ্চনপুর মহকুমার জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যদিয়ে শ্যামামায়ের আরাধনা সম্পন্ন হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *