কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : আজ দীপান্বিতা কালীপুজো। এই উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর বিশেষ পুজোর আয়োজন। কালীপুজো উপলক্ষে সকাল থেকেই জমজমাট দক্ষিণেশ্বর। ভোর থেকেই ভক্তদের লাইন দক্ষিণেশ্বরে। রবিবার ভোর সাড়ে পাঁচটায় খোলা হয় মন্দিরের দরজা। তারপর হয় নিত্যপুজোর আরতি। এরপর সকাল সাতটায় হয় ধূপারতি। দীপান্বিতা কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে আজ। কালীপুজোর পুন্যতিথিতে মায়ের পায়ে অর্ঘ্য অর্পণের জন্য সকাল থেকে ভক্তদের লাইন। চড়া রোদ উপেক্ষা করে মন্দির চত্বরের বাইরের অংশের চাতাল থেকে বালি ব্রিজ পর্যন্ত ভক্তদের লাইন।
চলতি বছরের দক্ষিণেশ্বরের মন্দিরের কালীপুজো ১৬৯ বছরে পড়ল। কালীপুজোয় ভক্তদের ভিড় সামাল দিতে মূল মন্দিরের সব প্রবেশদ্বারই এদিন খোলা। যাতে সবাই গর্ভগৃহে মায়ের ঝলক দেখতে পান। মন্দিরের ভিতর একসঙ্গে ১০০০ জনের দাঁড়ানো ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দিরে এদিন অতিরিক্ত পুলিশের সঙ্গে সঙ্গে রয়েছে বাড়তি সিসিটিভি। নাটমন্দিরে বসানো হয়েছে ক্যামেরা। ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ।
উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দিরে শাক্ত, বৈষ্ণব ও শৈব, তিন ধারাতেই পুজো হয়। দক্ষিণেশ্বরের শিবমন্দিরগুলিতে শৈব ধারার শিব আরাধনা চলে। এদিন রাত পর্যন্ত মন্দিরে পুজো চলবে, সেই উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মেট্রোর। দক্ষিণেশ্বর থেকে এদিন রাত দশটায় একট বিশেষ রেক থাকবে যা যাবে কবি সুভাষ। ওই স্টেশন থেকেও দক্ষিণেশ্বেরের উদ্দেশে ঠিক রাত দশটায় ছাড়বে শেষ মেট্রোও।