মুম্বই, ১০ নভেম্বর(হি.স.) :বিশ্বকাপ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের পর নতুন কোচ পেতে পাবে টিম ইন্ডিয়া। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এনসিএস প্রধান ভিভিএস লক্ষণ। তবে দ্রাবিড় যদি আবার কোচ না হন, তাহলে ভিভিএস লক্ষ্মণই হবেন টিম ইন্ডিয়ার কোচ।
জানা গিয়েছে,লক্ষণের কোচিং শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই শুরু হবে এই সিরিজ। তবে বিসিসিআইয়ের কাছে রাহুলের আবেদন করার জন্য আবার সুযোগ থাকবে। কারণ নিয়ম অনুসারে, এই পদের জন্য আবার নতুন ভাবে আবেদন করতে হবে। তবে দ্রাবিড় কোচ হিসাবে কাজ চালিয়ে যেতে চান কি না সেটাও দেখার। কারণ, আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলকে কোচিং করা দ্রাবিড়ের আবার টি-টোয়েন্টি লিগে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে রোহিত-বিরাটদের কোচ হিসেবে দেখা যেতে পারে ভিভিএস লক্ষণকেই।