মুম্বইয়ে মালগাড়ির উপর সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি, মৃত ৩

মুম্বই, ৮ নভেম্বর (হি. স.) : মুম্বইয়ের কিনাভালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে ছুটন্ত মালগাড়ির উপরে পড়ল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এদিকে, মালগাড়ির কয়েকটি বগিও লাইচ্যুত হয়েছে বলেও খবর। মৃতরা হলেন ধর্মানন্দ গাইকড় (৪১), তাঁর দুই তুতো ভাই মঙ্গেশ যাদব (৪৬) এবং নীতিন যাদব (৪৮)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে মুম্বই-পনভেল রোড ধরে নেরালের দিকে যাচ্ছিল গাড়িটি। অন্যদিকে মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর উপর থেকে আছড়ে পড়ে চলন্ত মালগাড়ির উপরে। এতে মৃত্যু হয়েছে তিনজনের। এদিন ঘটনার জেরে সকাল ৭টা ৩২মিনিট পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওই লাইন দিয়ে যাওয়ার কথা ১৭৩১৭ হুব্বল্লি-দাদার এক্সপ্রেস ট্রেনটির রুট বদলানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *