তামিলনাড়ু থেকে দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতার এনআইএ-এর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : বুধবার তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুর কাছে তল্লাশির সময় দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দুজন ধৃতের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গিয়েছে। একজন হল শহীদ হোসেন।

এনআইএ-র অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল শহীদ হোসেন। বুধবার এনআইএ-এর দল এই অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে জাল আধার কার্ডও উদ্ধার করেছে। এখনও পর্যন্ত এনআইএ -এর তল্লাশি অভিযান চলছে।