কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : প্রেসিডেন্সি জেল এবং পিজি হাসপাতালে রাজ্যের শাসক দলের ধৃত নেতা-মন্ত্রীরা জামাই আদর পাচ্ছেন বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে প্রশ্ন করায় রেশন দুর্নীতিতে ইডির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমাদের নেতা?’ আর জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘ট্রেনিং দিয়েছে, (বালুকে) বাড়ির খাবার দিতে আসে তো, সেই সময় কানে কানে বলে গিয়েছে। বাড়ি থেকে খাবারে অনুমতি দেওয়া হয়েছে। খাবার দিতে আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর বার্তা হয়তে কানে কানে বলে গিয়েছে। চিনি না বলবি, জানি না বলবি। মরে গেলেও নাম বলবি না, ক’টা দিন রিমান্ডে কাটিয়ে নে, তারপর তোর জন্য পিজি আছে।’
এরপরেই সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় পিজি হাসপাতাল কি সেফ হোম? উত্তরে শুভেন্দু বলেন, ‘পিজি সেফ হোম, প্রেসিডেন্সিও সেফ হোম। প্রেসিডেন্সিতে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল পেয়ে যাবেন, দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সেগুলো সব পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কেষ্ট মণ্ডল যখন আসানসোলে থাকতেন, বেলের মোরব্বা, বেলের রস, কোষ্ঠকাঠিন্য আছে বলে সকালবেলা সেগুলো সব পেয়ে যেতেন।’

