আজ মধ্যপ্রদেশের গুনা ও মোরেনা জেলায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী

ভোপাল, ৮ নভেম্বর (হি.স.) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (বুধবার) মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে যাচ্ছেন। রাজ্যের গুনা ও মোরেনা জেলায় বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
রাজ্য বিজেপির প্রচারমাধ্যমের প্রধান আশিস আগরওয়াল জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আজ দুপুর ১:৩০ টায় গুনায় এবং বিকাল ৪:০০ টায় মোরেনায় বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন।