আইজল, ৬ নভেম্বর (হি.স.) : মিজোরাম বিধানসভা নির্বাচনে সাইচুয়াল জেলার অন্তর্গত ঙোপা গ্রামে নিখোঁজ হয়ে গেছেন কৰ্তব্যরত আসাম পুলিশের জনৈক জওয়ান। নিখোঁজ জওয়ানকে সাবিন নাথ বলে জানা গেছে। প্রসঙ্গত, চাওংতে গ্রামের প্রত্যন্ত উদলথানা-১ নিৰ্বাচন কেন্দ্ৰ এলাকায় রবিবার সংঘটিত এক দুৰ্ঘটনায় মৃত্যু বরণ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ান কনস্টেবল জেড লামুয়ানজুয়ালা।
সাইচুয়াল জেলার সরকারি এক সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, রাজ্য বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসাম পুলিশের ৯ নম্বর ব্যাটালিয়নের এক কোম্পানিকে সাইচুয়াল জেলায় মোতায়েন করা হয়েছে। ওই ব্যাটালিয়নের মোট ৯০ জন জওয়ানকে দুভাগে বিভক্ত করে অন্য জওয়ানের সঙ্গে কনস্টেবল ১০ নম্বর সাবিন নাথকে সাইচুয়াল জেলার ঙোপা গ্রামের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। সাবিন নাথের ডিউটি পড়েছিল মিডল স্কুল-২ ভোটকেন্দ্রে। কিন্তু তিনি গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬-টার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁর সন্ধানে অভিযান চালিয়েছেন পুলিশ সহ গ্রাম পরিষদ ও স্থানীয় এনজিও সদস্যরা। নিখোঁজ পুলিশ জওয়ানের সন্ধানে ঙোপা সহ পার্শ্ববর্তী গ্রাম এবং জেলার সমস্ত থানা ও ফাঁড়িকে সূচনা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় গ্রাম পরিষদের জনৈক কৰ্মকৰ্তা জানান, নিখোঁজ হওয়ার আগে তাঁকে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল।
অন্যদিকে, চাওংতে গ্রামের প্রত্যন্ত উদলথানা-১ নিৰ্বাচন কেন্দ্ৰ এলাকায় রবিবার সংঘটিত এক দুৰ্ঘটনায় মৃত্যু বরণ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ান কনস্টেবল জেড লামুয়ানজুয়ালা। জনৈক অফিসারের নেতৃত্বে এমজেড ০৭ ২৪২৭ নম্বরের একটি সুমোয় চড়ে ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের এক দল তুইচাং এলাকার জারুলসুরি নির্বাচনী এলাকায় যাচ্ছিল। কনস্টেবল লামুয়ানজুয়ালার দায়িত্ব পড়েছিল লালদুহজুয়ালা-৩ ভোটগ্রহণ কেন্দ্রে। তাঁরা নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পথে পাহাড়ি রাস্তার একটি বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নালায় গিয়ে আটকে যায় সুমো গাড়িটি। গাড়ি থেকে নেমে সহকৰ্মী লালদুহজুয়ালাকে সঙ্গে নিয়ে সুমোকে ধাক্কা দিয়ে তুলতে গিয়ে পা পিছলে পাশে গভীর খাদে পড়ে যান কনস্টেবল লামুয়ানজুয়ালা। খাদে পড়ে মৃত্যু হয় জওয়ান কনস্টেবল লামুয়ানজুয়ালার।

