গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ৬০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে জিআরপি। গাঁজা পাচারের অভিযোগে আটক করা হয়েছে একজনকে।
জানা গেছে, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ৬০ কিলোগ্রাম ওজনের গাঁজা বাজেয়াপ্ত করেছে জিআরপিএফ। গাঁজাগুলি বিহারের জনৈক রাহুল কুমার সিঙের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। জিআরপিএফ থানা সূত্রে জানা গেছে, রাহুল সিঙের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।