মুম্বাই, ৫ নভেম্বর(হি.স.):বিশ্বকাপের মধ্যেই টিম ইন্ডিয়ার নেতৃত্ব বদল। হার্দিক পান্ডিয়ার জায়গায় নতুন সহ অধিনায়ক হলেন কেএল রাহুল। কমিটির চেয়ারম্যান অজিত আগারকার রাহুলকে তাঁর নিয়োগের বিষয়ে অবহিত করেন। আগারকার অবশ্য জাতীয় দলের সঙ্গেই রয়েছেন।
জসপ্রীত বুমরার মত তারকাকে না নিয়ে কেন রাহুলের হাতে উঠল সহ-অধিনায়কের আর্মব্যান্ড? জানা যাচ্ছে, উইকেটকিপার পজিশনে খেলার জন্য ম্যাচের যে কোনও মুহূর্তে রাহুলের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। তাঁর গেম রিডিং-ও ভালো। উইকেটকিপার হিসাবে চলতি বিশ্বকাপেও কেএল রাহুল অসাধারণ পারফরমেন্স করছেন বলে তাকে এই দায়িত্ব দেয়া হচ্ছে।হিন্দুস্থান সমাচার /শান্তি