মুম্বই, ২ নভেম্বর (হি.স.): আজ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এশিয়ার প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার সাক্ষাতে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দলের ১৬৭টি ওয়ানডে ম্যাচে সাক্ষাৎকার হয়েছে। এর মধ্যে ৯৮টি জয় পেয়েছে ভারত।
শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে এসেছেন দুশান হেমান্থা। আর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

