প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার গোলাম মোস্তাফা দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। মাঠ কাঁপানো প্রাক্তন ফুটবলার গোলাম মোস্তাফা আক্রান্ত হয়েছেন। প্রচন্ডভাবে আহত অবস্থায় গোলাম মোস্তাফা এখন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আন্তর্জাতিক প্রাক্তন ফুটবলার তথা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের প্রাক্তন সদস্য বেশ কয়েকজন দুষ্কৃতীকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এবং শয্যাশায়ী অবস্থায় তিনি দুষ্কৃতিকারীদের বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে উল্লেখ করছেন। এমনকি নেতা স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন আক্রান্ত গোলাম মোস্তাফা। প্রাক্তন ফুটবলারদের দাবিতে পুলিশ প্রশাসন বিষয়টা নিয়ে তদন্তকার্যে এগিয়ে এসেছেন বলে সংবাদ সুত্রে জানা গেছে।