আগরতলা, ৩১ অক্টোবর: রাজ্য সরকারে নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে পাচার হচ্ছে কচ্ছপ। রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে বিক্রি হচ্ছে কচ্ছপের মাংস।
জানা গেছে, রাজধানী টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় জনৈক ব্যক্তি ব্যাগ ভর্তি করে কচ্ছপ নিয়ে যাচ্ছিলেন। তখন একটি কচ্ছপ ওই ব্যক্তির ব্যাগ থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। তখন এলাকার স্থানীয়রা প্রত্যক্ষ করে বিষয়টি। তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে তাঁরা।
কচ্ছপ বোঝাইকারী ব্যক্তিকে আটক করার চেষ্টা করে কিন্তু ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর স্থানীয়রা কচ্ছপটি কে লক্ষীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দিয়েছে।
তাঁদের ধারণা কচ্ছপগুলোকে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। তাঁরা ধরতে গেলে ওই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।