দিল্লি ও পঞ্জাবে দুর্নীতি করেছে এএপি : অনুরাগ; পাল্টা বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের দলের

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ দাবি করেছেন, দিল্লি ও পঞ্জাবে দুর্নীতি করেছে এএপি। পরিস্থিতি এখন এমনই যে, তাঁদের মন্ত্রীর সংখ্যা কারাগারে বেশি নাকি বাইরে তা জানা নেই। এদিকে, পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন কেজরিওয়ালের দলের নেতা আদিল আহমেদ খান। তাঁর মতে, “বিজেপির একটাই উদ্দেশ্য-অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং আম আদমি পার্টিকে শেষ করা।”

মঙ্গলবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র সমন পাঠানো সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে অনুরাগ বলেছেন, “যিনি সততার সার্টিফিকেট দিতেন, তাঁর মন্ত্রীরা একের পর এক জেলে গিয়েছেন এবং জামিনও পাননি। গত বছর ধরে মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং সঞ্জয় সিংকে সততার জন্য সার্টিফিকেট দিয়ে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। সত্য হলো তিনি ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের নেতারা দুর্নীতিতে লিপ্ত।”

এদিকে, এএপি নেতা আদিল আহমেদ খান বলেছেন, “বিজেপির একটাই উদ্দেশ্য-অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং আম আদমি পার্টিকে শেষ করা। আমি তাঁদের বলতে চাই, আমরা ভীমরাও আম্বেদকরের সংবিধানে বিশ্বাসী এবং আমরা ভগত সিং-এর অনুসারী। আমরা ইডি, সিবিআই এবং জেলকে ভয় পাই না “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *