ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে টিএফএ-র গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। রাজ্য ফুটবলের মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বেশ কিছু টুর্নামেন্ট আয়োজনসহ সামগ্রিকভাবে গঠনমূলক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। পূর্ব ঘোষণা অনুযায়ী টিএফএ-র গভর্নিং বডির বৈঠকে আজ, রবিবার আসন্ন টুর্নামেন্ট গুলো আয়োজনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। ডিসেম্বর মাসে খেলো ইন্ডিয়া বালিকাদের অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট এছাড়া অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ১১ বালকদের টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করা হবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গত বছরের মতো ননি গোপাল স্মৃতি এবং শশধর স্মৃতি ফুটবল আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে। ১৮ নভেম্বর থেকে ডি-লাইসেন্স কোচদের প্রশিক্ষণ শিবির ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এই মাসেই সি-লাইসেন্স কোচদেরও পরীক্ষা নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। চলতি মরশুমে টিএফএ জাতীয় আসরে যে দলগুলো পাঠিয়েছে তাতে করে প্রায় ২১ লক্ষ টাকা খরচ হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে পাওয়া যাবে ৮ লক্ষ টাকা। সেই হিসেবে ১৩ লক্ষ টাকার ব্যয়ভার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বহন করবে বলে জানানো হয়েছে। এদিকে এবার ঘরোয়া ফুটবল আসরে টিকিট বিক্রিতে ৪ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। বিষয়টা সর্বসমক্ষে এনে বিশেষ করে ফুটবলপ্রেমীরা যে মাঠমুখো হচ্ছেন, সে বিষয়ে দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনাক্রমে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে রকম সংবিধান তৈরি করছে সেটা লাগু করার জন্য ফেডারেশন থেকে জানানো হলেও টিএফএ থেকে বিষয়টা রাজ্য ক্রীড়া আইন অনুযায়ী করা যায় কিনা সেই বিষয়ে পারমিশন চাওয়া হবে। এদিকে ঘরোয়া ফুটবল লিগ চলাকালীন সময়ে মাঠে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা এমনকি গভর্নিং বডির সদস্য সহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনান্তে একটি তালিকা তৈরি করা হয়েছে। যাঁদের উদ্দেশ্য করে টিএফএ থেকে শোকজ করা হবে। আপাতত তাদের নাম প্রচার মাধ্যমে জানানো না হলেও পরবর্তী সময়ে শোকজ-এর উত্তর পেলে বিষয়টা প্রচারে আনা হবে বলে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *