৩০-৩১ অক্টোবর গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : আগামীকাল দুই দিনের গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৩০-৩১ অক্টোবর গুজরাটে থাকবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রী আম্বাজি মন্দিরে পুজার্চনা করবেন। সফররত অবস্থায় মোদী মেহসানায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোদী কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কেভাদিয়ায় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও বহু প্রকল্পের উদ্বোধনও করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মেহসানায় রেল, রাস্তা, পানীয় জল এবং সেচ সহ বিভিন্ন ক্ষেত্রে ৫,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী কেভাদিয়ায় জাতীয় ঐক্য দিবসের প্যারেড প্রত্যক্ষ করবেন। এই প্যারেডে বিএসএফ এবং বিভিন্ন রাজ্য পুলিশের সদস্যরা অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু হবে, সব মহিলা সিআরপিএফ বাইকারদের আয়োজিত ডেয়ারডেভিল শো, বিএসএফের মহিলা পাইপ ব্যান্ড, গুজরাট মহিলা পুলিশের একটি কোরিওগ্রাফি অনুষ্ঠান, বিশেষ এনসিসি শো, স্কুল ব্যান্ড পারফরম্যান্স, ভারতীয় বিমান বাহিনীর ফ্লাই পাস্ট সহ বহু অনুষ্ঠান।
সবশেষে প্রধানমন্ত্রী ৯৮তম কমন ফাউন্ডেশন কোর্সের অফিসার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।