নিজ ঘরে গৃহকর্তার রহস্য মৃত্যু, মৃতদেহে রক্তের দাগ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ অক্টোবর : নিজ ঘর থেকে রহস্যজনকভাবে উদ্ধার বাড়ির গৃহকর্তার মৃতদেহ। রহস্যজনকভাবে নিজ গৃহ থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকার। ঘটনা শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত মধ্যগনকী গাওসভার তবলাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম খোকন দে(৪২)। ঘটনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে খোকন দে এবং তার স্ত্রী আশা রানী দেবনাথের প্রচন্ড ঝগড়া হয়। শুক্রবার সকালে খোকন দের স্ত্রী আশারানি দেবনাথের চিৎকার চেচামেচি শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে ঘরের মধ্যে খোকনকে মৃত অবস্থায় দেখতে পায়। খোকনের জমা কাপড়ে বেশ কিছু রক্তের দাগ দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। সাথে সাথেই এলাকাবাসী খোয়াই থানায় খবর পাঠায়। খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, এলাকাবাসী সূত্রে খবর মৃত খোকনের সাথে তার স্ত্রী আশা রানীর প্রতিনিয়তই ঝগড়া ঝাটি লেগেই থাকত। খোকন প্রতিনিয়তই নেশাগ্রস্থ অবস্থায় থাকতো। এইদিন রাতেও একইতভাবে নেশাগ্রস্থ  অবস্থায় বাড়িতে আসলে খোকনের স্ত্রী আশা রানীর সাথে ঝগড়া সৃষ্টি হয়। তারপর আশা রানী ও তার বড় ছেলে মিলে খোকনকে মারধর করে বলে এলাকাবাসী সূত্রে খবর। এখন পুলিশের সঠিক তদন্তেই বেরিয়ে আসতে পারে অস্বাভাবিক মৃত্যু্র আসল রহস্য। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *