উত্তর ২৪ পরগনা, ২৬ অক্টোবর (হি.স.): ভাত দিতে দেরি হওয়ায় ভয়ংকর কাণ্ড। স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের বাসিন্দা বছর ৬০-এর সাত্তার মোল্লা। সে পেশায় কৃষক। অন্যান্যদিনের মতোই এদিন কাজ সেরে বাড়ি ফেরে সে। স্ত্রী বছর ৫৫-এর তোহারা বিবির কাছে ভাত চায়।
সেই ভাত দিতে দেরি হওয়াকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। অভিযোগ, তার পরই পাটের দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত। আর্তনাদ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা।
স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তোহারাকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় প্রৌঢ়াকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে। প্রশ্ন উঠছে, শুধুই কি ভাত দিতে দেরি হওয়ায় এই ঘটনা? না এর পিছনে অন্য কোনও কারণ আছে? তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ