নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ অক্টোবর : সীমান্ত এলাকায় গবাদি পশু চুরি অব্যাহত। এবারে কৈলাসহরের কুবঝার ৩ নং ওয়ার্ড এলাকা থেকে এক ব্যক্তির একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। কৈলাসহর থানার দারস্ত হয় ওই ব্যক্তি। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা যীশু ভূষণ দাসের একটি গবাদি পশুকে বুধবার গভীর রাতে চোরের দল উনার গরু ঘরের ভেতরে প্রবেশ করে নিয়ে যায়। সেই গরু ঘরের মধ্যে তিনটি গরু ছিল, এর মধ্যে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি হয়ে যাওয়া গরুটির বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা হবে বলে জানান গরুর মালিক যীশু ভূষণ দাস। পাশাপাশি এই চুড়ি কাণ্ডের পেছনে স্থানীয়রা জড়িত রয়েছে বলেও দাবি করেন যীশু ভূষণ দাস। উক্ত বিষয় নিয়ে আজ দুপুর বেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে। সীমান্ত এলাকায় প্রশাসনিক নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।
2023-10-26

