ইংল্যান্ড ম্যাচে শামিকে বসিয়ে দেওয়া হতে পারে, ইঙ্গিত ক্রিকেট মহলে

মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.): চার ম্যাচ বসে থাকার পর বিশ্বকাপে খেলতে নেমেই পাঁচ উইকেট এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ শিরোপা পাওয়ার পরও মহম্মদ শামিকে ইংল্যান্ড ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে, এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞ মহলে। বিশেষজ্ঞরা মনে করছেন, লখনউয়ের মন্থর পিচে তিন স্পিনার খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে এক পেসারকে বসিয়ে তিন স্পিনারকে খেলাতে পারে ভারত।

তাহলে রবিচন্দ্রন অশ্বিন দলে ফিরতে পারেন বলেই মত একাধিক বিশেষজ্ঞদের। অর্থাৎ রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের পাশাপাশি অশ্বিনকে প্রথম একাদশে রাখা হতে পারে। এর কারণ ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারেন না। এরপর প্রশ্ন উঠছে, অশ্বিনকে দলে রাখতে গেলে কে বাদ পড়বেন? সেখানেই উঠে আসছে শামির নাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *