গুয়াহাটি ২৬ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে কাস্টমস বিভাগ কর্তৃক ৪৪ কোটি টাকার গাঁজা ও বিদেশি সিগারেট ধ্বংস করা হয়েছে।
প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ (অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ও পাবলিক গ্রিভেন্স) বিভাগ, গুয়াহাটি সিজিএসটি এবং কাস্টমস জোনের বিশেষ অভিযান ৩.০-এর অংশ হিসেবে সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ১৪.৪৪ কোটি টাকা মূল্যের ৯,০৭৭.২৪ কেজি গাঁজা এবং ২৯.৬৬ কোটি টাকার ১.৫১ কোটি বিদেশি সিগারেট স্টিক ধ্বংস করেছে। এগুলি শুল্ক আইন, ১৯৬২-এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছিল।
মাদক ধ্বংস অভিযান পরিচালনা করেছেন সিবিআইসি-র চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়ালা। তাঁর সঙ্গে ছিলেন সিজিএসটি-র চিফ কমিশনার বাঁধন দেউরি এবং কাস্টমস গুয়াহাটি জোনের এডিজি ডিআরআই জিএম কামি, সিসিপি এনইআর শিলং মাহফুজুর রহমান, প্রিন্সিপাল এডিজি ডিজি এইচআরডি রাজীব যাদব এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক আধিকারিক দেবাশিস দে।