বিচারকের বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): রাজ্যের তরফ থেকে দেওয়া বিচারকের বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ‘কয়েকজন আইনজীবীর স্বার্থে এইভাবে বিচারক বদলি করাকে সমর্থন করে না আদালত’, বৃহস্পতিবারের শুনানিতে একথা স্পষ্ট জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বদলির নির্দেশ কার্যকর করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। ওই দিন ফের শুনানি হবে মামলার। বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘বিচার ব্যবস্থার ওপর প্রশাসনকে দখল নিতে দিতে পারি না। সেই অনুমতি দেওয়া হলে এই ঘটনা আরও বাড়বে’। উল্লেখ্য, রাজ্য সরকারের জুডিশিয়াল বিভাগের দাবি, তাঁদের নির্দেশিকাতেই বদলি করা যায় বিচারকদের।

সম্প্রতি সুদেব মিত্র নামে এক বিচারককে কলকাতায় বদলি করা হয়। একই সঙ্গে শুভ্রশঙ্কর ভট্ট নামে অপর বিচারককে বদলি করা হয়েছে আসানসোল আদালতে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, আসানসোল আদালতে অনেক মামলা পড়ে রয়েছে। বৃহত্তর জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে দাবি রাজ্যের। এরপরই মামলা করেন বিচারক শুভ্রশঙ্কর ভট্ট।

রাজ্যের আইনজীবী তপন মুখোপাধ্যায়, এই বদলিকে ‘রুটিন’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য জনস্বার্থে কোনও বিচারককে বদলি করা যেতেই পারে, এটা একটি স্বাভাবিক সিদ্ধান্ত। বদলি করার অধিকার প্রশাসনের আছে বলেও মন্তব্য রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *