অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী মহিলা আটক

আগরতলা, ২৬ অক্টোবর: অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী মহিলাকে আটক করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ। পুলিশী জেরায় তিনি অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে পূর্ব ফুলবাড়ি এলাকায় জনৈক কবিরাজের বাড়িতে এক বাংলাদেশী মহিলা দীর্ঘ ১৫ দিন যাবৎ বসবাস করছেন। ওই খবরের ভিত্তিতে গতকাল বিকেলে কবিরাজের বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

 তিনি আরও জানিয়েছেন,  ধৃত মহিলা বাংলাদেশের বাসিন্দা ফাতেমা নুসরত(২৩)। তাঁকে  আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল।পুলিশী জেরায় তিনি অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।