কলকাতা, ২৪ অক্টোবর(হি.স.) : বিশ্বকাপের মাঝে হোটেল থেকে ছাড়া পেল ভারতীয় দল। এরকমটা কোন বিশ্বকাপেই হয়নি। আসলে ভারতের পরবর্তী ম্যাচ ২৯ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে।মাঝেই থাকছে ৭ দিনের ছুটি। আর তার জন্যই বিসিসিআই ক্রিকেটারদের পরিবারের সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতেই এই ব্যবস্থা করেছে।
গত এশিয়া কাপ থেকে খেলার মধ্যে থাকার জন্য বিশ্রামের সুযোগ পায়ননি ক্রিকেটাররা। তাই খেলার মাঝে লম্বা ছুটিটা কাজে লাগাতে এবার পরিবারের কাছে ছুটে গেছেন ক্রিকেটাররা।
রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াশ আইয়াররা হোটেল ছেড়ে চলে গেছেন। এদিকে, হিন্দুদের অন্যতম বড় উৎসব দূর্গাপূজা চলছে। তাই এই উৎসবটা নিজ পরিবারের সঙ্গে কাটাতে ছুটির আবদার করেছিলেন অনেকে। তবে ২৭ অক্টোবরের মাঝে আবারও দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা এবং চলবে অনুশীলনও।
এদিকে, হার্দিক পান্ডিয়া রয়েছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, পরবর্তী ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।