নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ মে৷৷ উদয়পুরের আর কে পুর থানার অধীন এক নং ফুলকুমারীতে দুই মহিলাকে কিভাবে খুন করা হয়েছিল তার মহড়া দিলেন খুনের মামলায় অভিযুক্ত বিপ্লব মজুমদার৷ শুক্রবার গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর, ডিসিএম ভবেশ ভদ্র, এসডিপিও, ওসি সহ অন্যান্য অফিসারাদের উপস্থিতিতে বিপ্লব মজুমদার মহড়া দিয়েছে৷ অন্যদিকে, পুলিশ এই হত্যাকান্ডে ব্যবহৃত সামগ্রীসহ অন্যান্য জিনিষপত্র ঐ জলাশয় থেকে উদ্ধার করেছে৷
এদিন দুপুরে বিপ্লব মজুমদারকে সঙ্গে নিয়ে পুলিশ তার বাড়িতে যায়৷ সে কিভাবে ঐ দুই মহিলাকে খুন করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তারে জানায়৷ এদিকে, পুলিশ চারটি ইঞ্জিন ব্যবহার করে পুকুরের জল সিঞ্চন করে পুকুর থেকে দুটি বটি দা, কাচি, ছোরা, দড়ি, হারিকেন, ৫২৪ টাকা সহ একটি ব্যাগ, ব্লাউস, ছায়া ইত্যাদি৷
এদিকে, পুলিশ এই হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত বিপ্লব মজুমদারের ভাই জয়গোপাল মজুমদারকে এদিন জামিনে মুক্তি দিয়েছেন৷ আর হত্যাকান্ডের মূল অভিযুক্ত কথিত মনসা দেবী তথা শান্তা দেবনাথ মজুমদারকে পুলিশ গোমতী জেলা হাসপাতালে নজরবন্দী করে রেখেছে৷ পুলিশ মামলার তদন্ত জোরাদারভাবে করছে৷ গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে মঞ্জু শুক্লদাস ও বেবী দাসকে বিপ্লব মজুমদার, শান্তা দেবনাথ মজুমদার সহ অন্যান্যরা তাদের বাড়িতে হত্যা করেছিল৷ পরে মৃতদেহ গুম করে দেওয়ার জন্য পুকুরের জলকাদায় পঁুতে দিয়েছিল৷
2016-05-28

