ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য : সুশান্ত

আগরতলা, ১৯ অক্টোবর : ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। আজ রাজধানী আগরতলার গীতাঞ্জলি স্টেট টুরিস্ট গেস্ট হাউসে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ৩৬তম পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডাইরেক্টর্স) বৈঠকে এমনটাই দাবি করলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ।

এদিন সুশান্ত চৌধুরী বলেন ,এদিনের বৈঠকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিগত দিনে এবং বর্তমান সময়ে চলমান বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাঁর কথায়, পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে অগণিত মানুষের কর্মসংস্থান, জীবন, জীবিকা সব কিছু। এই স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনকে আরও দ্রুত ত্বরান্বিত করার লক্ষ্য রাজ্য সরকার কাজ করছে।

পাশাপাশি এদিন তিনি বৈঠকে উপস্থিত আধিকারিকদের ত্রিপুরা রাজ্যের দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলোকে কীভাবে আরো আকর্ষণীয় করে পর্যটকদের সামনে তোলে ধরতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেছেন।