মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : পলাতক মাদক পাচারকারীকে বুধবার চেন্নাইয়ের একটি হোটেল থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
পুনের সাসুন হাসপাতাল থেকে পুলিশকে ফাঁকি দিয়ে মাদক পাচারকারী ললিত পাতিল পালিয়ে গিয়েছিল। বুধবার মুম্বই পুলিশের একটি দল চেন্নাইয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে ললিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালের অক্টোবরে পিম্পরি-চিঞ্চওয়াড পুলিশ কোটি টাকার একটি মেফেড্রোন তৈরি এবং চোরাচালানের র্যাকেট ফাঁস করে ২২ জনকে গ্রেফতার করেছিল। ললিত পাতিল ওই ২২ জনের মধ্যে একজন ছিল। গ্রেফতারের পর থেকে সে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় জেলে বন্দী ছিল। তবে হার্নিয়া চিকিৎসার জন্য জুন মাসে পুনের সাসুন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। ২রা অক্টোবর ললিত সাসুন হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর পর থেকে পুনে ও মুম্বই পুলিশ মাদক চোরাচালানকারী ললিত পাতিলকে হন্যে হয়ে খুঁজছিল। বুধবার চেন্নাইয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।