বালোদাবাজার, ১৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড় রাজ্যের বালোদাবাজার জেলায় গাড়ি থেকে উদ্ধার হল ২ লক্ষ ৬২ হাজার টাকা। পুলিশের ফ্লাইং স্কোয়াডের একটি দল বুধবার ভোরে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সে সময়ে জেলা সদরের সাক্রি বাইপাসের কাছে একটি গাড়ি থেকে ২ লক্ষ ৬২ হাজার টাকা উদ্ধার হয়। গাড়ির নম্বর- জিজে ৩৬ এএফ ৫৭৭৭ । গাড়ির মালিক দুর্গেশ জৈন ও তার সঙ্গী আর এক ব্যক্তি ওই গাড়িতে করে যাচ্ছিল। দুর্গেশ জৈন ধর্মপুরা রায়পুরের বাসিন্দা। দুর্গেস জৈনকে টাকার ব্যাপারে জিঞ্জাসা করা হলে তার উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। টাকাগুলি সিল করে জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার পরে, নগদ মাত্র ৫০ হাজার টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুশীল টন্ডন ও হেড কনস্টেবল মন্নুলাল ধ্রুবের নেতৃত্বে একটি দল বুধবার এই তল্লাশি অভিযান চালিয়েছিল।