করিমগঞ্জ (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজার প্ৰাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা গিরিশগঞ্জ থেকে বিপুল পরিমাণের বিদেশি মদ সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মদ পাচারে ব্যবহৃত এএস ১০ এসি ০২০১ নম্বরের একটি অটো রিকশা।
গোপন খবরের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযানে নেমে সাফল্য লাভ করেছে গিরিশগঞ্জ পুলিশ। পুলিশের হাতে ধৃত দুই মদ পাচারকারীকে জাকির হুসেন ও আলতাফ হুসেন বলে পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, দুই পাচারকারী করিমগঞ্জ থেকে একটি অটো রিকশায় মদের কার্টুনগুলি সীমান্তবৰ্তী গ্রামে নিয়ে যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।
আজ রবিবার পুলিশের জনৈক আধিকারিক জানান, দুই পাচারকারীকে আটক করে তাদের বিরুদ্ধে আবগারি আইনের অধীনে মদ পাচারের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।