ধর্মনগর, ১৪ অক্টোবর: ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশা। একাধিকবার এবিষয়ে যোগাযোগ করা হলে কাজের কাজ কিছুই হচ্ছে না. তাই বাধ্য হয়ে র্মনগর কদমতলা মূল সড়কের সোনারূপাসা এলাকায় পথ অবরোধের নামলেন গ্রামবাসীরা।
উল্লেখ্য এই দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২৭ জুন একবার একই রাস্তায় একই জায়গায় অবরোধ করেছিল গ্রামবাসীরা। তখন পূর্ত দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং কুমারঘাট থেকে সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার এসে গ্রামবাসীকে আশ্বাস দিয়েছিল যে ২৫ বছর যাবত রাস্তার সংস্কার হচ্ছে না তা অতি সত্তর সংস্কার করে দেওয়া হবে। কিন্তু সাড়ে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও রাস্তার সংস্কারে হাত না দেওয়ায় অবশেষে গ্রামবাসীরা পুনরায় শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর সকাল দশটা থেকে ধর্মনগর কদমতলা মূল সড়ক অবরোধে নামে। অবরোধের জেরে যান চলাচল স্তব্দ হয়ে পড়ে। আজ গ্রামবাসীরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বসে যে সংস্কারের কাজ শুরু না হলে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে। দপ্তরের কর্মকর্তারা যোগাযোগ করে ও কোন লাভ হয়নি। অবশেষে চার ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর সরাসরি ঠিকাদার দিয়ে এলাকায় মালপত্র পাঠিয়ে কাজ শুরু করতে বাধ্য হয় পূর্ত দপ্তর।