আগরতলা, ১১ অক্টোবর : আবারো রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ষাটোর্দ্ধ এক ব্যক্তির। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ রেল পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনের পার্শ্ববর্তী স্থান লাকাই বাজার এলাকার ভূমিহীন কলোনির রেল রাস্তায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। পুলিশী তদন্তে মৃত ব্যক্তির পরিচয় পত্র জানা যায়। মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা আগুনিয়া দেববর্মা।
মৃতের ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনিয়া দেববর্মা দিনমজুরের কাজ করতেন। সংসারের ভরণপোষণের দায়িত্ব ছিল তাঁর উপর। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে সংসারের বাজার করার উদ্দেশ্যে তৃষা বাড়ি রেলস্টেশনের বাজারে আসেছিলেন। সেখান থেকে যাওয়ার পথেই বিপত্তি ঘটে।
আজ সকালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃত ব্যক্তি কে তুলে দেয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।